Flower : ফুলের তোড়া নিয়ে অনন্যার বাড়িতে ঈশান
মাদককাণ্ডে আরিয়ান খান জড়িয়ে পরার পর অনেকেরই চোখে-মুখে চিন্তার ছাপ। শাহরুখ খান-গৌরী খান থেকে শুরু করে আরিয়ানের কাছের বন্ধুরাও খুব চিন্তিত। সেই তালিকায় রয়েছেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে। কিন্তু নিজেই যে মাদক-কাণ্ডে জড়িয়ে যাবেন, সেটা কল্পনাও করতে পারেননি অনন্যা। বৃহস্পতিবার আচমকা বাড়িতে এনসিবির হানা। তদন্তকারীদের আতশকাচের তলায় অনন্যা পাণ্ডে। এই কঠিন সময়ে ঘনিষ্ঠ বন্ধুর পাশে দাঁড়ালেন ঈশান খট্টর। শনিবার অনন্যার বাড়িতে গিয়ে উপস্থিত হন ঈশান। তার আগে রাস্তায় গাড়ি থামিয়ে ফুল কেনেন বান্ধবীর জন্য। ঈশানের পরনে ছিল সাদা রঙের টি শার্ট, কালো ট্র্যাক প্যান্ট। মুখ ঢেকেছিল মাস্কে। ফুলের তোড়াটি নিয়ে অনন্যার বাড়িতে পৌঁছে যান তিনি। ২০২০ সালে খালি পিলি ছবিতে এক সঙ্গে কাজ করেছিলেন ঈশান এবং অনন্যা। বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়েছিল। কিন্তু ইন্ডাস্ট্রির দুই তারকা-সন্তানের রসায়ন ছিল চোখে পড়ার মতো। রুপোলি পর্দার প্রেম রূপান্তরিত হয় বাস্তবে। গত বছরের শেষের দিকে ছুটি কাটাতে একসঙ্গে মলদ্বীপ যান ঈশান ও অনন্যা।